কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী শিবির থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।
নিহত নূরুল আমিন (২৫) উপজেলার মধুরছড়া ৪ নম্বর এক্সটেনশন শিবিরের ‘আই’ ব্লকের বাসিন্দা। বেসরকারি সংস্থা কারিতাসের স্বেচ্ছাসেবক ছিলেন নূরুল।
সোমবার মধ্যরাতে তাকে হত্যা করা হয় বলে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মো. শরীফুল ইসলাম জানান।
তিনি স্থানীয়দের বরাতে বলেন, “মধ্যরাতে নিজের ঘরের সামনে অবস্থান করছিলেন নূরুল। সে সময় তিন-চারজনের একটি দল তাকে তুলে নিয়ে পাশের রাস্তায় কয়েকটি গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে শিবির সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
তবে মধ্যরাতে নূরুল ঘরের সামনে কী করছিলেন, তার সঙ্গে আর কেউ ছিল কিনা সে বিষয়ে পুলিশ কিছু বলতে পারেনি।
কারা কী কারণে তাকে হত্যা করেছে তাও পুলিশ নিশ্চিত করতে পারেনি।
পুলিশ কর্মকর্তা শরীফুল বলেন, “শিবিরে আধিপত্য বিস্তারের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।”
খুনি শনাক্ত করে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে তিনি জানান।