তাদের হামলায় বিক্ষোভরতরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আহত হন বেশ কয়েকজন ছাত্র।
Published : 17 Jul 2024, 01:07 AM
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। পরে তাদের ওপর ছাত্রলীগ কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার বিকেল ৩টার দিকে শত শত শিক্ষার্থী মহাসড়কের নতুন ব্রিজ পয়েন্ট অবরোধ করে রাখেন। এসময় তারা সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিপক্ষে নানা ধরনের শ্লোগান দেন।
তাদের বিক্ষোভের কারণে মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন বলে জানিয়েছেন চুনারুঘাট থানার ওসি হিল্লোল রায়।
পরে বিকাল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ছাত্রদের আন্দোলনে লাঠিসোটা নিয়ে হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। তাদের হামলায় বিক্ষোভরতরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আহত হন বেশ কয়েকজন ছাত্র।
তাদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে সেখানে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতারা গিয়ে বিক্ষোভ করেন।
এ বিষয়ে ওসি হিল্লোল রায় বলেন, আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে খবর পেয়েছি।
অপরদিকে, মঙ্গলবার সকালে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল পয়েন্ট অবরোধ করে বিক্ষোভ করে হবিগঞ্জ পলিটেকনিক ইন্সস্টিটিউটের শিক্ষার্থীরা।
এসময় তারা সরকারি চাকরিতে কোটার বিপক্ষে নানা ধরনের শ্লোগান দেন। এছাড়াও জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।