কুয়াশার কারণে রাত আড়াইটার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
Published : 13 Dec 2024, 09:49 AM
ঘন কুয়াশার কারণে দুই দফায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ির দৌলতদিয়ার সঙ্গে মাণিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
শুক্রবার সকাল ৮টা থেকে ফেরি চালু হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন।
এর আগে দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত আড়াইটা থেকে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা সালাহউদ্দিন বলেন, কুয়াশার কারণে রাত আড়াইটার দিকে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে এরপর থেকেই এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।
পরে ভোর ৬টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর কিছু সময় পরেই কুয়াশায় নদীপথ আবারও অস্পষ্ট হয়ে গেলে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকাল ৮টায় কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট এলাকায় কিছু যানবাহন আটকা পড়ায় প্রচণ্ড শীতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।