Published : 18 Jul 2024, 02:01 PM
নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে৷ একদিকে পুলিশ মুহুর্মুহু গুলি ও কাঁদুনে গ্যাস ছুড়ছে; অন্যদিকে শিক্ষার্থীরা ইট-পাটকেল নিক্ষেপ করছে।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় শহরের চাষাড়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সড়কে এ সংঘর্ষ শুরু হয়৷ বঙ্গবন্ধু সড়কের প্রায় দুই কিলোমিটার জুড়ে চলছে এ সংঘর্ষ৷
এতে শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খুব প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না। শহরে যানবাহন তুলনামূলক কম।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টা থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া ও দুই নম্বর রেলগেইট এলাকায় অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় শিক্ষার্থীরা৷ সাড়ে ১২টার দিকে চাষাড়া মোড় থেকে পুলিশের একটি সাঁজোয়া যান ও জলকামান গাড়ি এলে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে নানা স্লোগান দেন৷
পরিস্থিতি শান্ত না হলে পুলিশ কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে। প্রতিবাদে পাল্টা ইট-পাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা৷