পাঁচ দিন আগে ওই যুবককে বাড়িতে ডেকে নিয়ে পিটিয়ে আহত করা হয় বলে জানায় পুলিশ।
Published : 09 Feb 2024, 07:32 PM
বগুড়ার ধুনট উপজেলায় পাওনা টাকা চাওয়ায় এক পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
আহতের পাঁচ দিন পর শুক্রবার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানান ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম।
নিহত গোলাম রব্বানী (৩৫) উপজেলার নিমগাছী ইউনিয়নের নাংলু মধ্যপাড়া এলাকার ছাইফুল ইসলামের ছেলে।
প্রতিবেশী সোবহান আলী বলেন, “ছয় মাস আগে রব্বানীর কাছ থেকে দেড় লাখ টাকা ধার নেন একই গ্রামের খোরশেদ আলমের ছেলে মশিউর রহমান (২২)। টাকা না পাওয়ায় বিষয়টি স্থানীয় মাতব্বরদের জানান রব্বানী। এতে ক্ষিপ্ত হয় মশিউর।
“৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় টাকা ফেরত দেওয়ার কথা বলে রব্বানীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান মশিউর। তবে টাকা ফেরত না দিয়ে সেখানে পাঁচ থেকে ছয়জন ব্যক্তি রব্বানীকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন।”
তিনি বলেন, প্রথমে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় পাঁচ দিন পর রব্বানী মারা যান।
এসআই মোস্তাফিজ বলেন, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।