গোপন সংবাদে গভীর রাতে ওই চিনিসহ দুজনকে আটক করা হয় বলে পুলিশ জানায়।
সুনামগঞ্জের মধ্যনগর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে আনা একপাল গরুর একটি চালান আটক করেছে বিজিবি।
বুধবার সন্ধ্যায় গরুর চালানটি আটক করা হয় বলে সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান।
মাহবুবুর রহমান জানান, মধ্যনগর উপজেলার মাটিয়াবন বিউপির টহল দল সন্ধ্যায় সীমান্তের ১১৯০ নম্বর পিলার সংলগ্ন কাইতকোণা থেকে ভারতীয় গরুর একটি চালান আটক করে। এই চালানে নয়টি গরু ছিল।
“চোরা কারবারিরা অবৈধ পথে দেশে নিয়ে আসছিল এসব গরু। খবর পেয়ে বিজিবির টহল দল তাড়া করলে চোরা কারবারিরা গরুর পালটি রেখে পালিয়ে যায়। আটক এই গরুর মূল্য প্রায় ৬ লাখ ৭০ হাজার টাকা।”