জিআরপি পুলিশ জানায়, ট্রলিটি পার হওয়ার সময় রেলক্রসিং গেটে কেউ ছিল না।
Published : 12 Feb 2024, 07:26 PM
রাজশাহীর পবা উপজেলায় ট্রেনের ধাক্কা খড়িবাহী ট্রলির চালক ও তার সহকারীর মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সোয়া ৪টার দিকে উপজেলার মোহনপুর এলাকায় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে বলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের লিডার খাইরুল ইসলাম জানান।
নিহতরা হলেন- ট্রলির চালক মোফাজ্জাল হোসেন মোফা (৩৫) এবং তার সহকারী হাবিবুর রহমান হাবিব (৩২)। দুইজনের ওই উপজেলার চক ধাদাস এলাকায় বাসিন্দা।
স্টেশনের লিডার খাইরুল ইসলাম বলেন, খড়ি ভর্তি একটি ট্রলি ওই এলাকায় রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি চুরমার হয়ে যায়। ঘটনাস্থলে ট্রলির চালক ও সহকারী মারা যান।
তিনি বলেন, খড়িগুলো স্থানীয় একটি ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছিল। এতে ট্রেনের কোনো ক্ষতি হয়নি।
রাজশাহী রেলওয়ে (জিআরপি) থানায় ওসি গোপাল কর্মকার বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রেলক্রসিংয়ে গেটে কেউ না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি