বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ৫ অগাস্ট রবিউল কারাগার থেকে পালিয়ে যান।
Published : 10 Sep 2024, 08:32 PM
শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
সোমবার রাতে সদর উপজেলার পশ্চিম শেরী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব- ১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর আব্দুর রাজ্জাক।
গ্রেপ্তার মো. রবিউল ইসলাম (২৩) ওই এলাকার মোজাম্মেল হকের ছেলে।
মঙ্গলবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, ৫ অগাস্ট বৈষম্যবিরোধী ছাত্রদের ডাকা সরকার পতনের একদফা আন্দোলনের দিন বিকালে শেরপুর জেলা কারাগারে হামলা চালায় কয়েক হাজার দুষ্কৃতকারী।
এ সময় হামলাকারীরা কারাগারের বিভিন্ন স্থাপনা ভাঙচুরের পাশাপাশি সাজাপ্রাপ্ত ও বিচারাধীন পাঁচ শতাধিক বন্দিকে পালাতে সহায়তা করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ঘটনার পর শেরপুর জেলা প্রশাসক ও জেলা কারাগার কর্তৃপক্ষের দেওয়া তালিকা অনুযায়ী পলাতকদের গ্রেপ্তারে অভিযানে নামে র্যাব।
এরই ধারাবাহিকতায় গোপন খবর পেয়ে সোমবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি রবিউলকে গ্রেপ্তার করা হয় বলে জানান মেজর আব্দুর রাজ্জাক।
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।