আহত কভার্ড ভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Published : 11 Oct 2024, 11:46 AM
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কভার্ড ভ্যানের চালক।
শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে উপজেলার সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে যমুনা সেতু পূর্ব থানার এসআই শাহাদাত হোসাইন জানান।
নিহতরা হলেন- ট্রাকের চালক ঠাকুরগাঁওয়ের মহেশপুর গ্রামের আজহারুল ইসলামের ছেলে আনোয়ারুল ইসলাম (৪০) এবং তার সহকারী (হেলপার) ঠাকুরগাঁওয়ের আরাজি চত্রমপুর বেলতুলি গ্রামের বাচ্ছুর ছেলে আরিফুল ইসলাম (২২)।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ট্রাক এবং উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা কভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন।
আহত কাভার্ড ভ্যান চালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসআই শাহাদত বলেন, নিহতদের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।