“আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”
Published : 19 Mar 2025, 09:39 PM
সারাদেশে অব্যাহত ‘মব-সন্ত্রাস’ বন্ধ, জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাসহ বিভিন্ন দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ-সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
বুধবার দুপুরে গাইবান্ধা শহরের ১ নম্বর রেল গেইট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
মিছিলের আগে রেল গেইট এলাকায় সমাবেশে বাসদ-মার্কসবাদী জেলা কমিটির আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যদিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। কিন্তু তারপরও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি লাগামহীন, সারাদেশে নারী-শিশু ধর্ষণ, নিপীড়ন, ডাকাতি, ছিনতাই, খুন বেড়েছে উদ্বেগজনক হারে।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, “ঢাকাসহ সারাদেশে ‘মব-সন্ত্রাস’ ও দখলদারিত্ব অব্যাহতভাবে বেড়েই চলেছে। এ থেকে প্রমাণ হয়, এই স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি।”
বাসদ জেলা আহ্বায়ক গোলাম রব্বানী বলেন, ঈদের আগেই সব শ্রমিক ও বেসরকারি শিক্ষকদের বেতন-বোনাস প্রদান করতে হবে এবং জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় ঈদের পর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সম্পাদক রেবতী বর্মন, বাসদ- মার্কসবাদীর নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ, নিলুফার ইয়াসমিন শিল্পী, সিপিবির ছাদেকুল ইসলাম মাস্টার, এমদাদুল হক মিলন, বাসদের সুকুমার মোদক, ইশরাত জাহান লিপি।