বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলার আসামি তিনি, বলছে পুলিশ।
Published : 14 Mar 2025, 01:29 AM
ছাত্রলীগের সাবেক সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভনের বাবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভুরুঙ্গামারী উপজেলায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করার তথ্য দিয়েছেন ভুরুঙ্গামারী থানা ওসি আল হেলাল মাহমুদ।
তিনি বলেন, শুক্রবার আদালতের মাধ্যমে তাকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হবে।
পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার উপর হামলার মামলার আসামি নূরন্নবী চৌধুরী খোকন। ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন তিনি। পরে গোপন সংবাদ পেয়ে তার গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।