অন্য একটি জায়গায় গলাকেটে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে বলে ধারণা পুলিশের।
Published : 18 Sep 2024, 06:33 PM
পাবনার সাঁথিয়া উপজেলায় এক ভ্যানচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়নের চুলকাটাই ভায়নাপাড়ার গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয় বলে আতাইকুলা থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহত ৫৫ বছর বয়সী সাইদুল ইসলামের বাড়ি উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে।
তার লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওসি মিজানুর বলেন, “ভায়নাপাড়ার একটি ধানক্ষেতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় অন্য একটি জায়গায় তাকে গলাকেটে হত্যার পর লাশ ধানক্ষেতে ফেলে রাখা হয়েছে।”
ভ্যানটি ছিনতাই করার জন্য সাইদুলকে হত্যা করা হয়েছে বলে ধারণা এ পুরিশ কর্মকর্তার।
ভূলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য বকুল হোসেন প্রামানিক বলেন, সাইদুল অনেক আগে থেকে ভ্যান চালাতেন। মঙ্গলবার বিকালে নিজের ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে স্বজনরা থানায় গিয়ে সাইদুলের লাশ শনাক্ত করেন।
এ ঘটনায় নিহতের পরিবার মামলা দায়েরের প্রস্ততি নিচ্ছেন বলে জানান ওসি মিজানুর রহমান।