চার দিন আগে গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতির গাড়িবহরে হামলায় সংগঠনের এক নেতা নিহত হন বলে জানায় পুলিশ।
Published : 18 Sep 2024, 12:23 AM
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার খুনের ঘটনায় শেখ ফজলুল করিম সেলিমসহ ১১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
ঘটনার চার দিন পর মঙ্গলবার দুপুরে দিদারের স্ত্রী রাবেয়া রহমান বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন বলে জানান গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান।
মামলায় আওয়ামী লীগের ১১৮ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় এক হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন, ঢাকা উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান, সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম, যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভানেত্রী নাজমা আক্তার, তার ভাই কাবুল খলিফা, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মৃনাল কান্তি রায় চৌধুরী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুহাম্মদ ফারুক খানের মেয়ে কানতারা খালেদা খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, সাধারণ সম্পাদক বাবুল শেখ, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম সিকদার, সাধারণ সম্পাদক সাঈদুর রহমান টুটুল, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার, শহর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির এবং সাধারণ সম্পাদক আলীমুজ্জামান বিটু।
বাদী রাবেয়া রহমান জানান, ১৩ সেপ্টেম্বর কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী গাড়িবহর নিয়ে তার গ্রামের বাড়ি টুঙ্গিপাড়ায় যাচ্ছিলেন। গাড়িবহরে স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারও ছিলেন।
বিকাল ৪টার দিকে গাড়িবহর ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চরাপাথালিয়া দোলা পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও দেশি নিয়ে হামলা চালায়।
এ সময় আসামিরা গাড়ি থেকে দিদারকে নামিয়ে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
খবর পেয়ে রাত ৮টার দিকে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে ১৪ সেপ্টেম্বর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করে পুলিশ।
ওসি আনিচুর রহমান বলেন, এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে ১২ জনকে আটক করা হয়েছে। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন:
গোপালগঞ্জে গাড়িবহরে হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত
গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহতের ঘটনায় আটক ২