বরিশালে একটি স্কুলে ক্লাস চলার সময় বিকট শব্দ ও আলোর ঝলকানিতে সাত-আট শিক্ষার্থী খিচুনি দিয়ে জ্ঞান হারায়।
Published : 06 Sep 2022, 12:03 AM
দেশের চার জেলায় বজ্রপাতে নবম শ্রেণির এক ছাত্রসহ তিনজন নিহত ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী আহত হয়েছেন।
সোমবার দুপুরে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় স্কুলমাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে স্কুলছাত্র শুভজিৎ সরকার (১৬) নিহত হন।
শুভজিৎ সরকার উপজেলার ভাতশালা গ্রামের রাজকুমার সরকারের ছেলে ও ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজনদের বরাত দিয়ে দেবহাটা থানার পরিদর্শক শেখ ওবায়দুল্লাহ জানান, সোমবার স্কুল ছুটির পর বন্ধুদের নিয়ে মাঠে ফুটবল খেলছিলেন শুভজিৎ। এ সময় বজ্রপাতে শুভজিৎ ও জয় নামে তার এক সহপাঠী গুরুতর আহত হন।
“তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক শুভজিৎকে মৃত ঘোষণা করেন। জয়ের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসক জানিয়েছেন।”
এদিকে, চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে সোমবার বিকালে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সাজু আহমেদ (১৮) দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের কাশেম আলীর ছেলে।
দামুড়হুদা থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ জানান, সাজু আহমেদ বিকাল সাড়ে ৪টার দিকে পাশের ভৈরব নদীর তীর থেকে পাটকাঠি আনতে যান। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ছাড়া দুপুরে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার হিজলা গ্রামে বজ্রপাতে কোরবান আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। কোরবান আলী ওই গ্রামের মকবুল মোল্লার ছেলে।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক সাইফুল ইসলাম জানান, দুপুরে বৃষ্টির সময় কোরবান আলী নিজ বাড়ির বারান্দায় বসেছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুপুরে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বজ্রপাতে একটি বিদ্যালয়ের ১০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
দড়িচর খাজুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আহতদের নয়জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। অভিভাবকরা এসে তাদের বাড়ি নিয়ে গেছেন।
গুরুতর অসুস্থ রবীন নামের এক শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। রবীন দড়িরচর খাজুরিয়া গ্রামের এরশাদের ছেলে ও ওই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।
সহকারী প্রধান শিক্ষক জানান, স্কুল শুরুর পর থেকে প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বিকট শব্দ ও আলোর ঝলকানিতে সঙ্গে সঙ্গে সাত-আট শিক্ষার্থী খিচুনি দিয়ে জ্ঞান হারায়। এ ছাড়া দুই শিক্ষার্থীর হাত কিছুটা ঝলসে যায়।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল; তবে কারো অবস্থা গুরুতর নয়।