রোববার রাতে জেলা রিটানিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
Published : 08 Jan 2024, 05:24 PM
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। একটিতে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।
রোববার রাত ১০টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা ও ডিসি শামীম আহমেদ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
ফলাফল অনুযায়ী, রাজশাহী-১ আসনে (তানোর-গোদাগাড়ী) জয় পেয়েছেন নৌকার প্রতীকের আওয়ামী লীগ প্রার্থী টানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরি। তিনি পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। এ আসনে চিত্রনায়িকা মাহিয়া মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট।
রাজশাহী-২ আসনে (সদর) জয় পেয়েছেন কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা। তিনি পেয়েছেন ৫৫ হাজার ১৫৬ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতিকের বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা পেয়েছেন ৩১ হাজার ৪৬০ ভোট।
রাজশাহী-৩ আসনে (পবা-মোহনপুর) জয় পেয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান আসাদ। তিনি পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ৯০৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকের জাতীয় পার্টির আব্দুস সালাম পেয়েছেন ৫ হাজার ২৪৭ ভোট।
রাজশাহী-৪ আসনে (বাগমারা) জয়ী হয়েছেন নৌকার প্রতীকের আওয়ামী লীগের আবুল কালাম আজাদ। তিনি পেয়েছেন ১ লাখ ৭ হাজার ৯৮৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তিনবারের সংসদ সদস্য এনামুল হক পয়েছেন ৫৩ হাজার ৮১২ ভোট।
রাজশাহী-৫ আসনে (পুঠিয়া-দুর্গাপুর) জয়ী হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের আব্দুল ওয়াদুদ দারা। তিনি পেয়েছেন ৮৬ হাজার ৯১৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান পেয়েছেন ৮৩ হাজার ৮৬২ ভোট।
রাজশাহী-৬ আসনে (বাঘা-চারঘাট) চতুর্থবারের মত নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি পেয়েছেন ১ লাখ ১ হাজার ৫৯৯ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রাহেনুল হক রায়হান পেয়েছেন ৭৪ হাজার ২৭৮ ভোট।