গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন।
Published : 05 Nov 2023, 12:57 PM
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১০ জনে।
রোববার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটের ফোকাল পারসন ফরহাদ হোসেন হিরা এ তথ্য জানান।
মৃত দ্বীপ চন্দ্র (২৮) জামালপুরের ইসলামপুর উপজেলার অখিল চন্দ্রের ছেলে।
ফরহাদ হোসেন হিরা বলেন, দ্বীপ কাজের সুবাদে ঢাকার সাভারে বসবাস করতেন। সেখানে তিনি ডেঙ্গু আক্রান্ত হন। পরে তিনি শনিবার সকাল ১০ টার দিকে এই হাসপাতালে ভর্তি হন। এরপর ওই দিন রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ৭৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে পুরুষ ৫৫, নারী ১৯ ও শিশু দুইজন বলে জানান তিনি।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে ২৪ জন রোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন।