বেনাপোলে ভারত ফেরত যাত্রীর কাছ থেকে সোয়া ৯ লাখ রুপি উদ্ধার

এ সময় তার ব্যাগে পাওয়া দুটি মোবাইলও জব্দ করা হয়।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Feb 2023, 07:23 AM
Updated : 16 Feb 2023, 07:23 AM

যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে ভারত ফেরত এক বাংলাদেশির কাছ থেকে নয় লাখ ২৬ হাজার ভারতীয় রুপি ভারতীয় মুদ্রা উদ্ধার করা হয়েছে। 

বুধবার সন্ধ্যায় বন্দরের প্যাসেঞ্জার টার্মিনালে স্থাপিত বিজিবি তল্লাশি চৌকিতে ওই পাসপোর্ট যাত্রীকে আটক করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমেদ হাসান জামিল।

আটক এমএ হান্নান ভূঁইয়া (৪৪) কুমিল্লার চৌদ্দগ্রাম থানার বাজানকারা গ্রামের এম এ কাদের ভূঁইয়ার ছেলে।তিনি ভ্রমণ ভিসায় ভারত গিয়েছিলেন।

বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, ভারত ফেরত একজন পাসপোর্ট যাত্রী প্যাসেঞ্জার টার্মিনালে আসার পর তার ব্যাগ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগের মধ্যে অবৈধভাবে বহন করা নয় লাখ ২৬ হাজার ভারতীয় রুপি ও দুটি স্মার্টফোন পাওয়া যায়।

“জব্দকৃত ভারতীয় রুপি ও মোবাইলের সিজার মূল্য বাংলাদেশি মুদ্রায় ১২ লাখ ২৭ হাজার ৫০০ টাকা।” 

এ সময় তাকে আটকের পর ভারতীয় রুপিসহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এই বিজিবি কর্মকর্তা।