Published : 03 Aug 2023, 06:05 PM
কক্সবাজারে উখিয়ার শরনার্থী শিবিরে সন্ত্রাসীদের সঙ্গে গোলগুলির পর অস্ত্র ও গুলিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে এপিবিএন; বাহিনীটির দাবি গ্রেপ্তার ব্যক্তিরা মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরসার সদস্য।
বৃহস্পতিবার উখিয়া উপজেলার ৭ নম্বর রোহিঙ্গা আশ্রয় শিবিরের জি-ব্লক এবং ৬ নম্বর শিবিরের ডি-ব্লকের মাঝামাঝি এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানান ১৪-এপিবিএনের অধিনায়ক এডিআইজি মো. আমির জাফর।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ৬ নম্বর শিবিরের সি-৬ ব্লকের আবুল হাসেম (৩০), ৭ নম্বর শিবিরের জি-৭ ব্লকের মো. রুহুল আমিন (২৩) এবং ৫ নম্বর শিবিরের সি-১ ব্লকের মো. কামরুল হাসান (২২)।
এডিআইজি আমির জাফর বলেন, “ভোরে উখিয়া উপজেলার রোহিঙ্গা আশ্রয় শিবিরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চিহ্নিত অপরাধীদের গ্রেপ্তারে মাঠ এপিবিএন পুলিশ ক্যাম্পের একটি দল বিশেষ অভিযান চালায়। দলটি ৭ নম্বর আশ্রয় শিবিরের জি-৭ ব্লক এবং ৬ নম্বর আশ্রয় শিবিরের ডি-ব্লকের মাঝামাঝি এলাকায় পৌঁছলে আরসা সন্ত্রাসীরা এপিবিএনকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। আত্মরক্ষায় এপিবিএন সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন।”
এর এক পর্যায়ে আরসা সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে জানিয়ে এই কর্মকর্তা বলেন, “সেসময় তাদের ধাওয়া দিয়ে তিনজনকে গ্রেপ্তার করা যায়। পরে তাদের কাছ থেকে একটি দেশি বন্দুক, ছয়টি গুলি, তিনটি গুলির খোসা এবং একটি ক্লিনিং রড উদ্ধার করা হয়।”
গ্রেপ্তাররা আরসা’র সক্রিয় সদস্য এবং তাদের প্রত্যেকের বিরুদ্ধে নানা অভিযোগে উখিয়া ও টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান এপিবিএন অধিনায়ক।
তিনি জানান, ভোরের গোলাগুলির ঘটনায় এদের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা করা হয়েছে।