পুলিশ জানায়, নিহতের শরীরে আঘাতে চিহ্ন রয়েছে।
Published : 02 Jun 2024, 03:39 PM
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তে নদী থেকে একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার নারাইনপুর এলাকায় কুত্তাখালী নদীতে ভাসমান অবস্থায় লাশটি পাওয়া যায় বলে কোম্পানীগঞ্জ থানার ওসি গোলাম দস্তগীর আহমেদ জানান।
নিহত মো. নুরুজ্জামিন (২৩) উপজেলার চিকাডহর গ্রামের মৃত হানিফ আলীর ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি দস্তগীর বলেন, সকালে কুত্তাখালী নদীতে কয়েকজন স্থানীয় মাছ ধরতে যান। এ সময় তারা নদীতে ভাসমান অবস্থায় লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে; এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।