দিনাজপুরে অসুস্থ মদনটাক উদ্ধার

পাখিটি রামসাগর জাতীয় উদ্যানে রাখা হবে বলে বীরগঞ্জ সামাজিক বন বিভাগের কর্মকর্তা জানান।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2023, 11:59 AM
Updated : 24 March 2023, 11:59 AM

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় একটি বাঁশবাগান থেকে অসুস্থ একটি মদনটাক উদ্ধার করে বনবিভাগে দিয়েছে গ্রামবাসী।

শুক্রবার সকালে পাখিটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয় বলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের লাইভস্টক প্রোভাইডার মনতাজুল ইসলাম জানান।

মনতাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বিকালে উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের চৌরাস্তা সংলগ্ন একটি বাঁশবাগানে পাখিটি এসে পড়ে। অসুস্থ পাখিটি উড়তে না পারায় এলাকার লোকজন সেটিকে ধরার চেষ্টা করছিল।

“খবর পেয়ে আমরা সেখানে গিয়ে পাখিটিকে উদ্ধার করি। পরে চিকিৎসা দিয়ে সুস্থ করে বন বিভাগের কাছে হস্তান্তর করি।”

পাখিটি রামসাগর জাতীয় উদ্যানে নিরাপদ আশ্রয়ে রাখা হবে বলে বীরগঞ্জ সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন রায় জানান।