ওই যুবকের নিকট আত্মীয়রা এ বিষয়ে কিছু না বললেও পুলিশ বলছে, বিষয়টি তারা খতিয়ে দেখছেন।
Published : 03 Feb 2025, 07:00 PM
লালমনিরহাটের কালীগঞ্জে বিয়ে করে নতুন বউ নিয়ে ফেরার পথে অসুস্থ হয়ে বরের মৃত্যু হয়েছে।
রোববার রাত ১২টার দিকে উপজেলার তুষভান্ডার এলাকায় এ ঘটনা ঘটে বলে কাকিনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহাবুদ্দিন জানান।
২২ বছর বয়সি জাহিদুল ইসলাম ওই ইউনিয়নের ওয়াবদা বাজার এলাকার মহুবার রহমানের ছেলে।
স্থানীয়রা বলেন, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে তুষভান্ডার বাজার এলাকায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বর জাহিদুল। সঙ্গে থাকা স্বজনরা দ্রুত তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
জাহিদুলের নিকট আত্মীয়রা এ বিষয় কিছু বলছেন না। তবে প্রতিবেশিরা বলেন, ওই যুবকের পূর্বে কোনো প্রকার শারীরিক অসুস্থতার কথা তাদের জানা নেই।
কালীগঞ্জ থানার ওসি সেলিম মালিক বলেন, “যুবকের মৃত্যুর বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এটি স্বাভাবিক মৃত্যু কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”