ওসি বলেন, “প্রাথমিকভাবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে “
Published : 26 Mar 2024, 09:15 AM
কক্সবাজারের চকরিয়া উপজেলায় এক যুবককে অস্ত্রের মুখে তুলে নিয়ে ছুরিকাঘাতের পর গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে ডুলাহাজারা ইউনিয়নের ডুমখালী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
নিহত আব্দুর রহমান একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ডুমখালী গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি বলেন, সন্ধ্যায় ইফতারের সময় মালুমঘাট বাজারের একটি দোকানে বসে বন্ধুদের সঙ্গে ইফতারের প্রস্তুতি নিচ্ছিলেন আব্দুর রহমান। হঠাৎ স্থানীয় রিজার্ভ পাড়ার একদল অস্ত্রধারী তার ওপর হামলা চালায়।
“এ সময় সন্ত্রাসীরা প্রকাশ্যে অস্ত্রের মুখে তাকে একটি অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে ডুমখালী এলাকায় নিয়ে গিয়ে ছুরিকাঘাত ও গুলি করে তার মৃত্যু নিশ্চিত করে। ”
পরে নিহতের লাশ রেললাইনের পাশে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
শেখ মোহাম্মদ আলী বলেন, “প্রাথমিকভাবে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুনের ঘটনাটি ঘটেছে বলে পুলিশ তথ্য পেয়েছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।“
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান ওসি।