Published : 28 Apr 2025, 08:52 PM
ফরিদপুরে সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সহচর হিসেবে পরিচিত এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিস্ফোরক মামলায় রোববার রাতে ভাঙ্গা উপজেলার পুলিয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন জানান।
গ্রেপ্তার মামুন শিকদার (৩৭) উপজেলার আজিমনগর ইউনিয়নের ঈশ্বরদি গ্রামের মৃত মজিবুর শিকদারের ছেলে।
এছাড়া তিনি ওই ইউনিয়ন যুবলীগের সভাপতি।
মামলার নথির বরাতে পুলিশ জানায়, ২০২৪ সালের ১০ নভেম্বর রাতে ভাঙ্গা পৌরসভার হাসামদিয়া মধ্যপাড়া এলাকায় পর পর তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।
ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমা উদ্ধার করে পুলিশ।
এ ঘটনার পরদিন ভাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন।
মামলায় মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের ৪০-৫০ জনকে আসামি করা হয়। এ মামলার আসামি মামুন শিকদার। এছাড়া চাঁদাবাজিসহ তার নামে থানায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ভাঙ্গা থানার ওসি আশরাফ হোসেন বলেন, “দুপুরে মামুন শিকদারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”