পাওনা টাকা নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে ইউসুফ আলীর দ্বন্দ্ব ছিল।
Published : 14 Feb 2023, 11:22 PM
সিরাজগঞ্জ শহরে ‘পাওনা টাকা চাওয়ায়’ এক কাঁচামাল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার রাতে জেলা শহরের চককোবদাস পাড়া মহল্লার হুন্দাই প্রজেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী (৩৫) চককোবদাসপাড়া মহল্লার গুটু সেখের ছেলে। তিনি কাঁচামালের ব্যবসা করতেন।
সদর থানার এসআই শাহিন মিয়া জানান, স্থানীয় মমিনুল ইসলাম ওরফে বড় গ্যাদার কাছে পাওনা টাকা চাওয়ায় ইউসুফ আলীর ওপর তিনি ক্ষিপ্ত ছিলেন।
“মঙ্গলবার সন্ধ্যায় ইউসুফ আলীকে পৌর এলাকার হুন্দাই প্রজেটের ভিতরে তাকে কুপিয়ে আহত করে কয়েকজন লোক।”
আশংকাজনক অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গবন্ধু শেখ ফজিলাতুনেচ্ছা মুজিব জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।