২০১৫ সালে মাদ্রাসার সহকারী মো. রিয়াজউদ্দিন বাদী হয়ে কাউখালী থানায় মামলাটি দায়ের করেন।
Published : 01 Dec 2024, 08:48 PM
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তির মামলা থেকে ১০ বছর পর আসামি মাদ্রাসার অফিস সহকারীকে খালাস দিয়েছে আদালত।
রোববার বরিশাল সাইবার ট্রাইব্যুনালের বিচারক গোলাম ফারুক এ রায় দেন বলে বেঞ্চ সহকারী নাজমুল হাসান জানিয়েছেন।
খালাস পাওয়া কাজী হারুন অর রশিদ সিরু পিরোজপুরের কাউখালী উপজেলার আইরন সপ্তগ্রাম সম্মিলনী ইসলামীয়া দাখিল মাদ্রাসার অফিস সহকারী।
মামলার বরাতে বেঞ্চ সহকারী নাজমুল বলেন, “২০১৫ সালের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আইরন সপ্তগ্রাম সম্মিলনী ইসলামীয়া দাখিল মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে অফিস সহকারী কাজী হারুন অর রশিদ সিরু অংশ নেন নাই। পরে তার মোবাইল ফোনে কল করা হলে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করেন।
“এ ঘটনায় ২০১৫ সালের ১৯ সেপ্টেম্বর মাদ্রাসার সহকারী মো. রিয়াজউদ্দিন বাদী হয়ে কাউখালী থানায় মামলা করেন। তদন্ত শেষে কাউখালী থানার এসআই মনিরুজ্জামান মুনির তথ্য প্রযুক্তি আইনে হারুনের বিরুদ্ধে ২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন।”
এ মামলায় বিচারক ১১ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে খালাস দিয়েছেন বলে জানান নাজমুল।