“সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”
Published : 10 Dec 2024, 04:53 PM
মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বিবেচনায় কক্সবাজারের টেকনাফ সীমান্তে টহল জোরদারের খবর জানিয়েছে বিজিবি।
বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মুর্শেদ মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “মিয়ানমারের রাখাইন রাজ্যে উদ্ভূত পরিস্থিতিতে টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) দায়িত্বপূর্ণ বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় নাফ নদীতে টহল জোরদার করা হয়েছে।
“সোমবার টেকনাফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বিআরএম-৬ হতে বিআরএম-১০ পর্যন্ত নাফ নদীর ঝুকিপূর্ণ স্থান সমূহে এবং বাংলাদেশের জলসীমায় বিদ্যমান দ্বীপের আধিপত্য বিস্তারের জন্য নৌ-টহল পরিচালনা করা হয়।
“সীমান্তে নিছিদ্র নিরাপত্তায় বিজিবি দিনরাত ২৪ ঘণ্টা জলে ও স্থলে টহল পরিচালনা করছে ও সোচ্চার রয়েছে। এ ছাড়া সীমান্তের যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানেও রয়েছে।”
কয়েক মাস ধরে মিয়ানমারের জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। সোমবার আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে।
এর মধ্যেই বিজিবি সীমান্তে টহল জোরদারের খবর জানিয়েছে।
এদিকে সোমবার সন্ধ্যার পর থেকে কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে নতুন করে বিস্ফোরণের শব্দ শোনা যায়নি।
মিয়ানমারের মংডুতে ফের মুহুর্মুহু বিস্ফোরণ, বিকট শব্দে এপারে আতঙ্ক