একাধিক মামলার আসামি ‘আরসার ২ সদস্য’ গ্রেপ্তার

‘সংশ্লিষ্ট’ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 March 2023, 12:17 PM
Updated : 16 March 2023, 12:17 PM

মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা সালভ্যাশন আর্মির (আরসা) দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) মো. শামসুল আলম খান জানান, বুধবার রাতে কক্সবাজারের উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- ওই ক্যাম্পের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৩) ও আবদুস ছালামের ছেলে মো. শাকের (৩৩)।

তাদের বিরুদ্ধে উখিয়া থানায় একাধিক মামলা আছে জানিয়ে মো. শামসুল আলম বলেন, গোপন সংবাদে অভিযান চালিয়ে আরসা’র ওই দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।