নরসিংদীতে নিজ বাড়িতে মিলল মিষ্টি কারিগরের লাশ

পুলিশের ধারণা, রাতে কোনো এক সময় খালি বাড়িতে নির্মলকে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2023, 11:03 AM
Updated : 15 Nov 2023, 11:03 AM

নরসিংদীর সদর উপজেলায় নিজ বাসায় এক মিষ্টি কারিগরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার দুপুরে উপজেলায় নূরালাপুর ইউনিয়নের দক্ষিণ বিরামপুরে লাশটি পাওয়া যায় বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী জানান।   

নিহত নির্মল দেবনাথ (৪৫) ওই এলাকার বাসিন্দা। তিনি মাধবদী পৌর শহরের জলখাবার মিষ্টি দোকানের কারিগর।

নির্মলের স্ত্রী মনি দেবনাথ জানান, ভাই ফোটার জন্য মঙ্গলবার সন্তানদের নিয়ে শিবপুর উপজেলার শাষপুর এলাকায় বাবার বাড়িতে বেড়াতে যান মনি। ওই রাতে তারা বাড়ি না ফেরায় নির্মল একাই ছিলেন।

পরীক্ষা থাকায় তার ছেলে অর্থ দেবনাথ বুধবার সকালে বাড়ি ফিরে ঘরের দরজা খোলা এবং খাটে বাবা নির্মলের গলাকাটা রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে।

অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

“ওই ঘরের ভেন্টিলেটর ভাঙা ও ঘরের কাপড়চোপড়সহ বিভিন্ন আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় খালি বাড়িতে নির্মলকে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।”

পরিবারের অভিযোগে পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।