মামলায় ১৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি রাখা হয়েছে।
Published : 20 Nov 2023, 06:12 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পিকআপে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের ১৮৫ নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক সোমবার বলেন, এসআই তাপস বণিক বাদী হয়ে করা মামলায় ১৪৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০ জনকে আসামি রাখা হয়েছে।
মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূঁইয়া দুলালকে আর জেলা বিএনপির সদস্যসচিব রফিকুল ইসলাম হিলালীকে দুই নম্বর আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে নাশকতার উদ্যোগ গ্রহণের অভিযোগ আনা হয়েছে।
মামলার বরাতে পুলিশ জানায়, শনিবার সদর উপজেলার কান্দিউড়া গ্রামের মনসুর আহমেদ একটি হাঁসবোঝাই পিকআপ নিয়ে কেন্দুয়া-তাড়াইল সড়কে দিয়ে গগডা বাজার যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টায় পিকআপটি বাট্টা কাচারি মোড় এলাকায় পৌঁছালে এতে অগ্নিসংযোগ করা হয়।
পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু পিকআপটি পুড়ে যায়।
ওসি এনামুল হক বলেন, আসামিদের ধরতে অভিযান চালানো হচ্ছে।