বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
Published : 22 Nov 2023, 10:27 AM
ষষ্ঠ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ শুরুর আগের রাতে ঢাকার আশুলিয়ায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা ৷ তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মঙ্গলবার মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশুলিয়ার বাড়ইপাড়া নন্দন পার্ক এলাকায় ঢাকাগামী লেনে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জিরাবো মর্ডান ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন।
আলাউদ্দিন বলেন, সাভার পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি ইউনিট পাঠিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। তবে বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের মধ্যে এর আগেও সাভারের হেমায়েতপুরে ঢাকা-আরিচা মহাসড়কের ইউটার্ন, বলিয়াপুর বাস স্ট্যান্ড ও মধুমতি মডেল টাউন এলাকায় তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।