পুলিশের ধারণা, পূর্ব বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়।
Published : 26 Feb 2024, 03:43 PM
গাজীপুর নগরীতে পূর্ব বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
রোববার নগরীর কুনিয়া তারগাছ মৎস্য খামারের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গাছা থানার ওসি মো. শাহ আলম জানান।
নিহত ২২ বছর বয়সী হোসেন আলী ওই এলাকার নুর নবীর ছেলে।
স্বজনদের বরাতে ওসি বলেন, হোসেন আলী এক সময় পোশাক কারখানায় কাজ করতেন। সেখানে থেকে চাকরি ছেড়ে দেন। এরপর বেকার ছিলেন তিনি। তবে মাঝে মধ্যে তার বাবার কাজে সহযোগিতা করতেন।
হোসেনের সঙ্গে এলাকায় বখাটে হিসেবে পরিচিত কয়েকজনের চলাফেরা ছিল। প্রথমদিকে তাদের মধ্যে সম্পর্ক ভাল থাকলেও, এক পর্যায়ে ঝগড়া-বিবাদ শুরু হয়।
তিনি বলেন, “এর জেরে ওই ব্যক্তিদের কয়েকজন রাতে হোসেনের বাড়িতে গিয়ে নামাজ পড়ার কথা বলে ডেকে নিয়ে আসে। এরপর থেকে হোসেনের আর কোনো খোঁজ মিলছিল না। এক রাত সাড়ে ১১টার দিকে তারগাছ মৎস্য খামারের পাশে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা জরুরি সেবা-৯৯৯ এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
ওসি বলেন, খবর পেয়ে রাতেই নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহতের গলায়, কান ও পেটে আঘাতের চিহ্ন দেখা গেছে।”
পূর্ব বিরোধের জেরে তাকে পরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করে বলে ধারণা এই পুলিশ কর্মকর্তার।
শাহ আলম বলেন, “ঘটনার সঙ্গে জড়িত কয়েকজন চিহ্নিত করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে সন্দেহভাজন কয়েকজন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে আটক করা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”