শনিবার বিকালে চাষাঢ়া শহীদ মিনারে এ আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
Published : 16 Feb 2025, 12:39 AM
নারায়ণগঞ্জের সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বির রচিত ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য’ ও ‘বৃত্তের বাইরে’ বই দুটির মোড়ক উন্মোচন করা হয়েছে।
শনিবার বিকালে চাষাঢ়া শহীদ মিনারে এ আয়োজন করে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজলের সভাপতিত্বে ও সাবেক সভাপতি ভবনি শংকর রায়ের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন গবেষক সৈয়দ আনোয়ার হোসেন, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, গবেষক, প্রকাশক মফিদুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সওকত আরা হোসেন ও লেখক রফিউর রাব্বি৷
রফিউর রাব্বি বলেন, “ঢাকার শতশত বছর আগে নারায়ণগঞ্জ গড়ে উঠেছিল। এখানে শিল্প, সাহিত্য, সংস্কৃতি, শিক্ষা, বাণিজ্য এসবের গৌরবের বিশাল অবস্থা ছিল। তারপরও আমাদের নারায়ণগঞ্জ ‘সন্ত্রাসের জনপথ’ হিসেবে পরিচিতি পেয়েছে। এ নেতিবাচক ভাবমূর্তি থেকে বের হবার জন্য সত্যের মুখোমুখি বা সঠিক বিষয় জানার আমাদের, উত্তরসূরিদের প্রয়োজন রয়েছে।”
মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, “নারায়ণগঞ্জের প্রাচীন জনপদ আর এ জনপদের সঙ্গে জড়িত ইতিহাসের সামগ্রিক চিত্র ফুটে উঠেছে রফিউর রাব্বির লেখায়। ভাবা যায় না, একজন মানুষ এককভাবে কোনো প্রাতিষ্ঠানিক সহযোগিতা ছাড়া এমন একটি কাজ করতে পারেন। এই বইটি বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গবেষক সৈয়দ আনোয়ার হোসেন বলেন, “রফিউর রাব্বি তার মেধাবী ছেলেকে হারিয়েছেন। তিনি পুত্রশোকে মূর্ছিত না হয়ে চেষ্টা করেছেন আরও সৃজনশীল এবং ক্রিয়াশীল হতে। তার প্রমাণ ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য'। এটি একটি আকর গ্রন্থ। রফিউর রাব্বি তার শোককে শক্তিতে পরিণত করে এই বই লিখেছেন।”