বিচারকের খাস কামরায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আকাশের প্রায় ২৬ পৃষ্ঠার জবানবন্দি লিপিবদ্ধ করা হয়।
Published : 31 Dec 2024, 08:32 PM
চাঁদপুরের মেঘনা নদীতে লাইটারেজ জাহাজ এমভি আল বাকেরায় ৭ নাবিককে হত্যার মামলায় আসামি আকাশ মণ্ডল ইফরান স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
মঙ্গলবার বিকালে সাত দিনের রিমান্ড শেষে চাঁদপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোর্শেদুল ইসলামের আদালতে হাজির করা হয় আকাশকে।
এরপর বিচারকের খাস কামরায় দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত আকাশের প্রায় ২৬ পৃষ্ঠার জবানবন্দি লিপিবদ্ধ করা হয় বলে জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) কুহিনুর বেগম জানান।
তিনি বলেন, “এটি একটি চাঞ্চল্যকর মামলা। আসামি আকাশ দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। আমরা আশা করি, এই হত্যাকাণ্ডের ঘটনায় ন্যায়বিচার পাব।”
২৩ ডিসেম্বর চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদীতে এমভি ‘আল বাখেরাহ’ জাহাজ থেকে পাঁচটি লাশ উদ্ধার করা হয়।
এ সময় গুরুতর আহত আরও তিনজনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ১০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে আসামি করে মামলা হয়েছে। জাহাজের মালিকের পক্ষে মাহাবুব মুর্শেদ বাদী হয়ে হাইমচর থানায় মামলাটি করেন।
এ ঘটনায় নিহতরা হলেন- জাহাজের মাস্টার ফরিদপুর জোয়াইর উপজেলার মো. গোলাম কিবরিয়া (৬৫), তার ভাগনে জাহাজের লস্কর শেখ সবুজ (৩৫), জাহাজের সুকানি নড়াইলের লোহাগড়ার আমিনুল মুন্সী (৪০), জাহাজের লস্কর মাগুরার মোহাম্মদপুরের মাজেদুল ইসলাম (১৭), একই এলাকার লস্কর সজিবুল ইসলাম (২৬), নড়াইল লোহাগড়া এলাকার জাহাজের ইঞ্জিন চালক মো. সালাউদ্দিন মোল্লা (৪০) এবং মুন্সিগঞ্জ শ্রীনগর থানার জাহাজের বাবুর্চি রানা (২০)।
এ ছাড়া আহত সুকানি জুয়েল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক, কান ও গলা বিভাগে চিকিৎসাধীন।
আরও পড়ুন:
জাহাজে ৭ খুন: গ্রেপ্তার ইরফান সাত দিনের রিমান্ডে
ক্ষোভ থেকে জাহাজের মাস্টারকে কোপান ইরফান, জানাজানির ভয়ে বাকিদেরও
চাঁদপুরে জাহাজে ৭ খুন: একজন বাগেরহাটে গ্রেপ্তার
জাহাজে ৭ খুন: চাঁদপুরে অজ্ঞাত ১০ জনের বিরুদ্ধে মামলা
জাহাজে ৭ খুন: ছয় শ্রমিকের লাশ পরিবারের কাছে হস্তান্তর, তদন্তে আরও ২ কমিটি
চাঁদপুরে জাহাজে ৭ খুন: একজন বাগেরহাটে গ্রেপ্তার
মেঘনার জাহাজে ৭ খুন: ডাকাতি নয়, 'ভিন্ন কিছু' দেখছে পুলিশ
মেঘনার সেই জাহাজের সুকানির শ্বাসনালী কাটা, ঢাকা মেডিকেলে ভর্তি
মালিক ফোনে জাহাজের কাউকে পাননি, অন্যরা গিয়ে দেখেন রক্তমাখা লাশ
মেঘনায় জাহাজে মিলল ৫ গলাকাটা লাশ, হাসপাতালে আরো ২ জনের মৃত্যু