কুমিল্লায় চেকপোস্ট দেখে প্রাইভেটকারটি পেছনে যেতে শুরু করলে গাড়িটি ধাওয়া করে পুলিশ।
Published : 19 Mar 2023, 08:59 PM
কুমিল্লার সদর উপজেলায় ‘মাদক কারবারিদের’ ফেলে যাওয়া প্রাইভেটকার তল্লাশি করে ১৫ হাজার ৬০০ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে হোমনা-মেঘনা সড়কের জয়দেবপুর মাথাভাঙা এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান।
রোববার এ ঘটনায় অজ্ঞাত পরিচয় চালক ও তার সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন হোমনা থানার এসআই টিবলু মজুমদার।
খন্দকার আশফাকুজ্জামান বলেন, “চেকপোস্ট দেখে একটি প্রাইভেটকারটি ব্যাক গিয়ারে পেছনের দিকে যেতে শুরু করলে পুলিশ গাড়িটি ধাওয়া করে। এক পর্যায়ে প্রাইভেটকারটি ফেলে চালক ও তার সহযোগী ফসলি জমি দিয়ে পালিয়ে যায়।”
পরে ফেলে যাওয়া প্রাইভেটকারে তল্লাশি করে ১৫ হাজার ৬০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং কারটি জব্দ করে পুলিশ।
এ ঘটনায় মামলা হয়েছে জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, অপরাধীদের শনাক্তে কাজ করছে পুলিশ। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।