গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ছিল। এ ক্যামেরার সংযোগ মুঠোফোনের সঙ্গেও যুক্ত ছিল।
Published : 29 Dec 2024, 04:09 PM
ফরিদপুরে সিসি ক্যামেরায় দেখে চোর সন্দেহে এক ব্যক্তিকে আটকের পর পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।
রোববার ভোর সাড়ে ৩টার দিকে গেরদা ইউনিয়নের গেরদা গ্রামের সৈয়দ আবুল হোসেনের বসত বাড়ির দক্ষিণ-পশ্চিম পাশের একটি বাগানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ফরিদপুর কোতয়ালী থানার ওসি মো. আসাদউজ্জামান।
নিহত মো. মিল্লাত চৌধুরী (৩১) একই গ্রামের চৌধুরী পাড়া এলাকার বাসিন্দা মৃত আব্দুল আলিম ওরফে বাবুল চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, গেরদা গ্রামের একটি বাড়ির চারপাশে সিসি ক্যামেরা ছিল। এ ক্যামেরার সংযোগ মুঠোফোনের সঙ্গেও যুক্ত ছিল।
রোববার ভোরে বাড়ির লোকজন মুঠোফোনে সন্দেহজনক ব্যক্তিকে দেখে ধাওয়া দিয়ে তাকে ধরে ফেলে। পরে এলাকার অন্তত ৫০-৬০ জন লোক তাকে পিটুনী দেওয়ার ঘটনা ঘটে।
গেরদা ইউনিয়নের ইউপি সদস্য পারভেজ মিয়া বলেন, “মিল্লাত চৌধুরী মাদকসেবী এবং এলাকায় দুষ্ট প্রকৃতির লোক হিসেবে চিহ্নিত। চুরি করতে গিয়ে তিনি ধরা পড়ে পিটুনীর শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।”
ওসি মো. আসাদউজ্জামান বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে রোববার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মিল্লাত চৌধুরী নামে মাদক আইনে একটি ও চুরির দায়ে দুটিসহ মোট তিনটি মামলা রয়েছ।
এ বিষয়ে নিহতের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি।