এতে দৌলতদিয়া ঘাট এলাকায় অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
Published : 03 Nov 2024, 10:57 AM
ঘন কুয়াশার কারণে তিন ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয় বলে জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন।
এর আগে ঘন কুয়াশায় কারণে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৪টা থেকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এতে দৌলতদিয়া ঘাট এলাকায় অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
বিআইডব্লিউটিসি কর্মকর্তা সালাউদ্দিন বলেন, ভোর ৪টার দিকে ঘন কুয়াশায় নদীপথ অস্পষ্ট হয়ে যায়। সে সময় দুর্ঘটনা এড়াতে রাজবাড়ির দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ার মধ্যে চলাচল করা ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়।
পরে কুয়াশা কেটে নদীপথে দৃষ্টিসীমা বাড়ায় সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল ফের শুরু হয়।
এরপর আটকে থাকা যানবাহনগুলো দ্রুত পারাপার করা হয় বলেও জানান এই কর্মকর্তা।