মানিকগঞ্জে নিখোঁজের পরদিন বাড়ির পাশে মাঠ থেকে ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
Published : 19 Nov 2024, 10:38 PM
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় নিখোঁজের পরদিন এক গৃহবধূর গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার উপজেলার বোয়ালী পাড়ায় বাড়ির পাশে ফসলের মাঠ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান।
নিহত নুরজাহান বেগম (৩২) ওই গ্রামের এখলাছ শেখের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।
এখলাস উদ্দিন বলেন, “সোমবার রাতে পরিবারের সবাই একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাই। রাত ৯টার দিকে নুরজাহানকে ঘরে পাচ্ছিলাম না। রাতভর বাড়ির সবাই তাকে খোঁজাখুঁজি করেও আর পাইনি।
“দুপুরে প্রতিবেশী একজন বাড়ির পাশে জমিতে ঘাস কাটতে গিয়ে লাশ দেখতে পেয়ে খবর দেয়। সেখানে গিয়ে বিবস্ত্র ও গলাকাটা অবস্থায় নুরজাহানের মৃতদেহ দেখেন পাই।”
পুলিশ পরিদর্শক মজিবুর রহমান জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। এটা পারিবারিক না ভিন্ন ঘটনা তা তদন্ত শেষে বলা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।