ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ সভাপতি সাদেকের মৃত্যু

কলেজে পড়ার সময় থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 01:15 PM
Updated : 24 Oct 2023, 01:15 PM

ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী মারা গেছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় ঢাকার উত্তরায় মেয়ের বাসায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আলম টুলু।

সত্তরের দশকে ঠাকুরগাঁও সরকারি কলেজে পড়ালেখার সময়েই ছাত্র রাজনীতিতে জড়িয়ে পড়েন সাদেক কুরাইশী। তিনি ১৯৮২ থেকে ৮৩ সাল পর্যন্ত ঠাকুরগাঁও জেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেন। পরে তিনি জেলা যুবলীগের সভাপতির দায়িত্বও সামলিয়েছেন।

নব্বই দশকের শুরু থেকে সাদেক আওয়ামী লীগের নেতৃত্বে আসেন; ধারাবাহিকভাবে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।

২০০৫ সালে সাদেক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন, ২০১৫ সালেও একই দায়িত্ব পান। সবশেষ ২০১৯ সালে তিনি সভাপতির দায়িত্ব পান। সাদেক ২০১১ সাল থেকে জেলা পরিষদের প্রধানের দায়িত্ব সামলিয়ে আসছিলেন।