বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ করে ক্লাস বর্জন করে।
Published : 23 Mar 2023, 04:44 PM
পটুয়াখালী বাউফল উপজেলায় দশম শ্রেণির দুই শিক্ষার্থী খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করেছে তাদের সহপাঠী ও স্কুলের শিক্ষার্থীরা।
ইন্দ্রকূল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীরা কালো ব্যাচ ধারণ করে ক্লাস বর্জন করে। পরে জড়িতদের গ্রেফতারের দাবিতে সহপাঠীরা বিদ্যালয়সহ এর আশপাশের সড়কে দফায় দফায় বিক্ষোভ মিছিল করে।
শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অভিভাবকসহ এলাকাবাসী।
বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ওই বিদ্যালয়ের দুই শিক্ষার্থী খুনের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও জানান এই শিক্ষক।
এ দিকে ঘটনার একদিন পরও জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
বাউফল থানার ওসি আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জড়িতদের গ্রেফতারে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ। দ্রুতই তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবে পুলিশ।
এ ঘটনায় আহত ছাত্র সিয়াম বর্তমানে আশঙ্কামুক্ত অবস্থায় বাউফল উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি আল মামুন।
আহত সিয়াম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের জানান, তিন দিন পূর্বে পাঙ্গাসিয়া গ্রামে মাহফিলে গেলে সেখানে নবম শ্রেণির কয়েকজন ছাত্রের সঙ্গে দশম শ্রেণির কয়েকজনের কথাকাটাকাটি হয়।
এর জের ধরে বুধবার বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র রায়হান, হাসিবুল ও সৈকতসহ কয়েকজন দশম শ্রেণির মারুফ ও নাফিসের পায়ে পা দিয়ে উত্যক্ত করেন। এর ফলে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
পরে স্কুল শেষে বাড়ি ফেরার পথে ব্রিজের কাছে পৌঁছালে রায়হান, হাসিবুলসহ নবম শ্রেণির ৭ থেকে ৮ জন মিলে তাদের তিন জনের ওপর হামলা করে বলে জানায় সিয়াম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান জানান, বুধবার স্কুল ছুটির কিছুক্ষণ পর দু’জন শিক্ষার্থীর কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহতাবস্থায় তিন শিক্ষার্থীকে উদ্ধার করে বাউফল উপজেলা হাসপাতালে ভর্তি করি। সেখানে অবস্থার অবনতি হলে দুই জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক ।
প্রধান শিক্ষক আরও জানান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টায় ইন্দ্রকূল গ্রামের মিরাজ মোস্তফার ছেলে নাফিস (১৫) ও বাবুল হাওলাদারের ছেলে মারুফ (১৫) মারা যায়।
এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন প্রধান শিক্ষক।
আরও পড়ুন
পটুয়াখালীতে ছুরি মেরে দুই স্কুল ছাত্রকে খুন, সন্দেহে কিশোররা