এ দুর্ঘটনায় আহত সাব্বিরের পা ভেঙে যাওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
Published : 31 Dec 2023, 04:25 PM
গোপালগঞ্জে বালুবোঝাই ট্রলির সঙ্গে সংর্ঘষে আহত মোটরসাইকেল আরোহী যুবলীগ কর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাতিজা।
গোপালগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ আনিচুর রহমান বলেন, রোববার ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রফিকুল হাসান রাজের মৃত্যু হয়।
এর আগে শনিবার রাত সাড়ে ৯টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় উপজেলার কুশলা ইউনিয়নের খালেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৪ বছর বয়সী রফিকুল গোপালগঞ্জ পৌর এলাকার ব্যাংকপাড়ার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে এবং গোপালগঞ্জ পৌর যুগলীগের সদস্য ছিলেন।
এ দুর্ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী সাব্বির সিকদার নিহত রফিকুলের ভাতিজা বলে জানিয়েছে পুলিশ।
নিহতের চাচাতো ভাই জুয়েল সিকদার বলেন, “রফিকুল ও সাব্বির মোটরসাইকেলে করে গোপালগঞ্জ থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রলির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংর্ঘষ হয়।
“এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুজনেই আহত হন। পরে স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে রফিকুলের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ দুর্ঘটনায় আহত সাব্বিরের পা ভেঙে যাওয়ায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
ওসি আনিচুর বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রফিকুলের লাশ হস্তান্তর করা হয়েছে।