মুন্সীগঞ্জে স্বামী হত্যার দায়ে নারীর যাবজ্জীবন

পারিবারিক কলহের জেরে বিদ্যুতের তার পেচিয়ে শ্বাসরোধ করে স্বামীকে হত্যা করেন নীলা আক্তার।

মুন্সীগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 March 2023, 10:23 AM
Updated : 28 March 2023, 10:23 AM

মুন্সীগঞ্জে স্বামীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে এক নারীর যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত। 

মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান এই রায় দিয়েছেন বলে জানিয়েছেন আদালতের রাষ্ট্রপক্ষের কৌসুলি (পিপি) আব্দুল মতিন। 

পিপি মতিন জানায়, ২০০০ সালে মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়ার বাসিন্দা নাজির হোসেনের সঙ্গে নীলা আক্তারের বিয়ে হয়। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

পারিবারিক কলহের জেরে ২০১৫ সালের ২০ জুন মাঠপাড়ার বাসায় স্বামী নাজির হোসেনকে (৪৫) বিদ্যুতের তার পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন নীলা আক্তার। 

এই ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় নিহতের ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন। পরে গ্রেপ্তার নীলা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। 

এর পর দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে তাকে যাবজ্জীবন সাজার রায় দেন বিচারক। 

একইসঙ্গে আদালত তার ৫০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে আরও এক বছর বিনাশ্রম কারাদণ্ডের দিয়েছেন বলেও জানান পিপি আব্দুল মতিন।