রাতে দুলাল বাড়ির দরজায় চেয়ার নিয়ে বসে ইজারা নেওয়া দীঘি পাহারা দিচ্ছিলেন বলে জানান ওসি।
Published : 10 Jun 2023, 03:20 PM
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির দরজা থেকে এক মৎস্য খামারির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার ভোর ৪টার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের টঙ্গীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি।
নিহত দুলাল চন্দ্র দাস (৫৫) ওই গ্রামের হরলাল চন্দ্র দাসের ছেলে।
স্বজনদের বরাতে ওসি মীর জাহিদুল হক রনি বলেন, বাড়ির পাশের একটি দীঘি ইজারা নিয়ে গত দুই বছর ধরে মাছ চাষ করছেন দুলাল। প্রতিদিনের মতো শুক্রবার রাত ১টার দিকে বাড়ির দরজায় চেয়ার নিয়ে বসে দীঘি পাহারা দিচ্ছিলেন তিনি।
তিনি বলেন, এরপর ভোর ৪টার দিকে দুলালকে চেয়ারে গলাকাটা অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দেন তার চাচাতো ভাই রতন।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
তাৎক্ষণিকভাবে হত্যার রহস্য জানা যায়নি।তবে তদন্ত চলছে।এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।