শুক্রবার বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দোকানে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ভাঙচুরের অভিযোগ ওঠে।
Published : 15 Feb 2025, 10:12 PM
‘ভালবাসা দিবসে’ ফুল বিক্রি করায় দোকান ভাঙচুরের পর টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় ঘুড়ি উৎসব বন্ধ করে দিয়েছেন আয়োজকরা।
শনিবার বিকালে গোপালপুর উপজেলার নলীন বাজারের পাশে এই উৎসব হওয়ার কথা ছিল।
শুক্রবার উৎসববিরোধী একটি প্রচারপত্র বিতরণ করা হয় ওই এলাকায়।
আয়োজকরা জানান, ওই প্রচারপত্র পাওয়ার পরও তারা ঘুড়ি উৎসব বাস্তবায়নের কাজ করে যাচ্ছিলেন। কিন্তু ভূঞাপুরে ফুলের দোকানে হামলার ঘটনার পর উৎসব না করার সিদ্ধান্ত নেন তারা। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আয়োজক কমিটি।
উৎসবের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জু আনোয়ারা বলেন, “প্রতি বছর উৎসবে বিভিন্ন অঞ্চল থেকে তিন থেকে চার শতাধিক শিক্ষার্থী, তরুণ ঘুড়ি উড়াতে আসে। সেখানে এ উপলক্ষে লোকজ গানেরও আয়োজন করা হয়।
“এবার উৎসবের বিরোধিতা করে লিফলেট বিতরণ করা হয়েছে। সরাসরি এসে কেউ বাধা দেননি। শুক্রবার ভূঞাপুরে ফুলের দোকানে হামলার ঘটনার পর ঘুড়ি উৎসব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
আঞ্জু আনোয়ারা জানান, শনিবার গোপালপুর উপজেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে ফোন করে উৎসব করার জন্য বলা হয়েছে। কিন্তু এ পরিস্থিতিতে তিনি ঘুড়ি উৎসব করা নিরাপদ মনে করছেন না।
গত কয়েক বছর ধরে ‘আমরা গোপালপুরবাসী’ ফেসবুক গ্রুপ ‘শুভশক্তি বাংলাদেশ’ এবং মুক্তিযোদ্ধা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উৎসবের আয়োজন করে আসছে।
শুক্রবার বিকালে বসন্ত ও ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় দোকানে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ভাঙচুরের অভিযোগ ওঠে।
এ ছাড়া বিভিন্ন রেস্টুরেন্টে ‘ভালোবাসা বিরোধী’ বিক্ষোভ করেছেন তারা।
ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানা সংলগ্ন কলেজরোডে মামা গিফট কর্নারে এই ভাঙচুর ও বিক্রির জন্য রাখা ফুল রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ করেছেন দোকানদার।