জমিতে বৈদ্যুতিক সেচ যন্ত্র লাগিয়ে পানি দেওয়ার সময় এ ঘটনা ঘটে।
Published : 23 Feb 2023, 12:09 PM
বরগুনার পাথরঘাটা উপজেলায় জমিতে পাম্প দিয়ে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষক মারা গেছেন।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পাথরঘাটা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জামাল সরদার জানান।
নিহত সাইফুল ইসলামের (৪০) বাড়ি বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামে।
কাউন্সিলর জামাল সরদার বলেন, সাইফুল তার ফুফুর বাড়িতে নিজেদের মালিকানার জমিতে সূর্যমুখী ফুলের চাষ করতেন।
“সেই জমিতে বৈদ্যুতিক সেচ যন্ত্র লাগিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়।”
এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে পাথরঘাটা থানার ওসি শাহআলম হাওলাদার জানান।