মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ করেছে শিক্ষার্থীরা।
Published : 22 Sep 2024, 07:14 PM
জয়পুরহাট সদর উপজেলার মাধাইনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
রোববার দুপুরে বিদ্যালয়টির সামনের সড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ ও মানববন্ধনে শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করে।
মানববন্ধনের ব্যানারে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায়, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, শিক্ষক-কর্মচারী নিয়োগে বাণিজ্যসহ নানা অভিযোগ তুলে ধরা হয়।
শিক্ষার্থীদের মানববন্ধনের সময় সেখানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যসহ কয়েকজন অভিভাবকও ছুটে আসেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য খাতেম নবী বলেন, “দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের নানা অনিয়ম-দুর্নীতির বিষয়টি এলাকাবাসী অবগত। বিভিন্ন সময় প্রধান শিক্ষকের কাছে হিসাব-নিকাশ চাইলে তিনি পাশ কেটে গেছেন।”
একই ধরনের অভিযোগ করেন অভিভাবক ইমদাদুল হক, রমজান আলী, রবিউল ইসলাম, নজিবুল ইসলাম, আব্দুল কুদ্দুসসহ কয়েকজন।
তাদের অভিযোগ, অনিয়মের বিষয়ে বারবার বলা হলেও প্রধান শিক্ষক এড়িয়ে গেছেন। শিক্ষার্থীদের দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে। প্রধান শিক্ষকের পদে থাকা উচিত না।
প্রধান শিক্ষক এনামুল হক রোববার বিদ্যালয়ে অনুপস্থিত ছিলেন। মোবাইল ফোনে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ অস্বীকার করেছেন।