এক বছর আগের একটি হত্যা মামলায় মঙ্গলবার রাতে ওই যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ।
Published : 09 Jan 2025, 12:39 AM
গোপালগঞ্জের মুকসুদপুর থানা থেকে হত্যা মামলার এক আসামি পালিয়ে গেছেন; যাকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছিল।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে থানা হাজতখানা থেকে কৌশলে হাতকড়া খুলে ওই আসামি পালিয়ে যান বলে জানান মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল।
আসামি পালানোর বিষয়টি সন্ধ্যার পর জানাজানি হলে রাত ১০টায় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেন ওসি।
পলাতক হৃদয় শেখ (২৫) মুকসুদপুর পৌরসভার কমলাপুর গ্রামের প্রয়াত হেমায়েত শেখের ছেলে।
ওসি মোস্তফা বলেন, ২০২৪ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চের মধ্যে কোনো এক সময় ফরিদপুরের নগরকান্দা উপজেলার দামদরদি গ্রামের শাহা আলম মাতুব্বরের ছেলে আকাশ মাতুব্বর খুন হন।
এ ঘটনায় একই বছরের ৮ মার্চ আকাশ মাতুব্বরের বাবা হত্যা মামলা করেন; যেখানে হৃদয় শেখ ২ নম্বর আসামি বলে জানান তিনি।
তিনি বলেন, মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে হৃদয় শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে থানা হাজতে রাখা হয়। সেখান থেকে সকাল সাড়ে ৮টার দিকে হৃদয় পালিয়ে যান।
বাদী শাহা আলম সাংবাদিকদের বলেন, “আমার ছেলেকে হত্যা করে মুকসুদপুর উপজেলার মাহারাজপুর ইউনিয়নের দুয়ারিডাঙ্গা গ্রামের একটি পুকুরে ফেলে রাখা হয়। দীর্ঘদিন পার হলেও পুলিশ ২ নম্বর আসামি হৃদয়কে গ্রেপ্তার করতে পারেনি।
“মঙ্গলবার রাতে হৃদয়ের খোঁজ পেয়ে থানায় জানালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। আর সকালে থানা থেকে আসামি কি করে পালিয়ে গেলেন? এটা পুলিশের দ্বায়িত্ব অবহেলা নয় কি?”
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা শামিম আল মামুনের কাছে জানতে চাওয়া হলে, তিনি কোনো কথা বলতে রাজি হননি।
পলাতক হৃদয়কে গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি মোস্তফা কামাল।