Published : 23 Mar 2025, 03:43 PM
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মিয়ানমার থেকে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের নৌকা ডুবির ঘটনায় নিখোঁজের ৩০ ঘণ্টা পর বিজিবি সদস্যের লাশ সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সিপাহী মোহাম্মদ বেলালের মৃতদেহ রোববার দুপুর সোয়া ১২টায় উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকত পয়েন্ট থেকে উদ্ধার করা হয় বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান।
বেলাল (২৮) বিজিবির শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার গভীর রাতে অনুপ্রবেশের সময় রোহিঙ্গাদের নৌকাকে বাঁধা দিতে যান বিজিবি সদস্যরা। এ সময় নৌকাটি সাগরে ডুবে যায়। বিজিবি সদস্যরা অন্তত ২৫ পুরুষ-নারী ও শিশুকে উদ্ধার করে। তখন বিজিবি সদস্য বেলালসহ কয়েকজন নিখোঁজ হন।
শনিবার সন্ধ্যায় শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া সৈকত ও জিরো পয়েন্ট এলাকা থেকে এক শিশুসহ চার রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হয়েছিল। বিজিবি সদস্যকে নিয়ে এ ঘটনায় মোট পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান।
তিনি বলেন, নিখোঁজদের সন্ধানে বিজিবি ও কোস্ট গার্ড সদস্যদের পাশাপাশি স্থানীয় জেলেরাও সাগরে নিরবচ্ছিন্ন উদ্ধার তৎপরতা চালায়। সকালে সৈকত থেকে অদূরবর্তী সাগরে একটি মৃতদেহ ভাসতে দেখা যায়।
কোস্ট গার্ড ও বিজিবি সদস্যরা মৃতদেহটি বেলা সোয়া ১২টার শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়া সৈকত নৌঘাট দিয়ে লাশটি নিয়ে আসে। পরে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহ বিজিবি নিয়ে যান বলে জানান ইউপি সদস্য।
বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রোহিঙ্গা অনুপ্রবেশকালে নৌকাডুবি: ৪ লাশ উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ