নেসকো কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটি ও কারিগরি ক্রটির কারণে এমনটি ঘটেছে।
Published : 06 Apr 2025, 08:00 PM
জয়পুরহাটে দেড় শতাধিক গ্রাহকের ভোগান্তির অভিযোগে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই-নেসকোর অফিস ঘেরাও করেছেন বিক্ষুব্ধরা।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত গ্রাহকরা অফিস ঘেরাও করে রাখেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গ্রাহকদের দাবি, নেসকোর গাফিলতির কারণে মিটার রিচার্জ করেও সকাল থেকে তারা বিদ্যুৎ পাচ্ছেন না।
তবে নেসকো কর্তৃপক্ষ বলছে, ঈদের ছুটি ও কারিগরি ক্রটির কারণে এমনটি ঘটেছে।
জয়পুরহাট জেলা শহরের চিত্রাপাড়া এলাকার রকিব, হাড়াইল এলাকার তাজুল ইসলাম, সদর রাস্তার বাটার মোড় এলাকার ব্যবসায়ী শিপন হোসেনসহ ভুক্তভোগী গ্রাহকরা জানান, ঈদের কয়েকদিন আগে থেকে প্রি পেইড মিটারে তারা টাকা রিচার্জ করেছেন। কিন্তু সেই টাকা মিটারে যোগ হয়নি। পরে গ্রাহকরা নেসকো অফিসে এলে কর্তৃপক্ষ বিষয়টির সমাধান না করে ৬ এপ্রিল টোকেন নিয়ে অফিসে আসতে বলেন।
রোববার সকাল থেকেই অনেক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়।
জয়পুরহাটে নেসকোর নির্বাহী প্রকৌশলী সুমন সূত্রধর বিষয়টির সত্যতা স্বীকার করলেও গাফিলতির বিষয়টি অস্বীকার করেন।
তিনি বলেন, “এতে প্রায় দেড় শতাধিক গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলেও দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হচ্ছে। সন্ধ্যার মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে।”
সদর থানার ওসি নূর আলম বলেন, “বিক্ষুব্ধ গ্রাহকরা নেসকো অফিস ঘেরাও করেছেন, এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও নেসকো অফিসে পুলিশ মোতায়েন রয়েছে।”