সকালে বাড়ি থেকে খেলতে বের হয় হিমা ও জান্নাত।
Published : 07 Jul 2024, 05:08 PM
বগুড়া শহরে ডোবায় পড়ে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।
রোববার সকাল ১০টার দিকে শহরের বারোপুর মধ্যপাড়ার বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে ফুলবাড়ী পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম জানান।
নিহতরা হলেন- ওই এলাকার অটোরিকশা চালক হাবিব ইসলামের সাড়ে পাঁচ বছর বয়সি মেয়ে হিমা এবং বয়স তিন বছর বয়সি জান্নাত।
পরিবারের বরাতে এসআই আমিনুল বলেন, সকালে বাড়ি থেকে খেলতে বের হয় হিমা ও জান্নাত। দীর্ঘ সময় পার হওয়ার পরও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন।
“পরে ১১টার দিকে বাড়ির পাশে ডোবায় তাদের ভাসমান লাশ দেখতে পান। পরে তাদের উদ্ধার করে একটি ক্লিনিকে নিয়ে গেলে চিকিৎক দুই বোনকে মৃত ঘোষণা করে।”
ওই ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।