রাজশাহীতে প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন জাহিদুর।
Published : 22 Aug 2024, 10:15 PM
রাজশাহীর পবা উপজেলায় প্রাইভেট কারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক চালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার খড়খড়ি কেচুয়াতলা এলাকার একটি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জানান রাজশাহীর চন্দ্রিমা থানার ওসি ইসমাইল হোসেন।
নিহত জাহিদুর রহমান খন্দকার (৫৫) সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার গাছিয়াদিঘর এলাকার বাসিন্দা।
ওসি ইসমাইল হোসেন জানান, গাড়িতে গ্যাস নেওয়ার সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন জাহিদুর। এ সময় হঠাৎ বিস্ফোরণের পর প্রাইভেট কারে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জাহিদুর।
খবর পেয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান তিনি।
মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
আইনি প্রক্রিয়া শেষে জাহিদুরের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি ইসমাইল।